Training Program

31 May 2024

Resettlement/Social Safeguard Planning and Implementation and Environmental Impact Assessment (EIA) in Infrastructure Projects শীর্ষক দুই দিনব্যাপী পেশাজীবী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন

বিগত ৩১ মে এবং ১ জুন ২০২৪ তারিখে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-র ‘পেশাগত দক্ষতা উন্নয়ন কর্মসূচী’র আওতায় Resettlement/Social Safeguard Planning and Implementation and Environmental Impact Assessment (EIA) in Infrastructure Projects শীর্ষক দুই দিনব্যাপী একটি পেশাজীবী প্রশিক্ষণ কর্মশালা বিআইপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালাটির উদ্বোধন করেন বিআইপির সহ-সভাপতি পরিকল্পনাবিদ সৈয়দ শাহরিয়ার আমিন। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-র বোর্ড সদস্য (একাডেমিক এফেয়ার্স) পরিকল্পনাবিদ উসওয়াতুন মাহেরা খুশি এর তত্ত্বাবধানে ডেভেলপমেন্ট অ্যান্ড সেফগার্ড কনসালট্যান্টস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক পরিকল্পনাবিদ মোঃ সাইফুল্লাহ দস্তগীর এবং ফ্রিল্যান্স এনভায়রনমেন্টাল প্ল্যানিং কনসালটেন্ট এবং ক্লাইমেট চেঞ্জ এক্সপার্ট জনাব কুশল রায় প্রশিক্ষক হিসেবে কর্মশালাটি পরিচালনা করেন।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় নগর পরিকল্পনাবিদ এবং অন্যান্য পেশাজীবীগণ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এর সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান এবং সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান প্রশিক্ষণার্থীদের হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেন। সনদ প্রদান অনুষ্ঠানে বিআইপি’র সহ-সভাপতি পরিকল্পনাবিদ সৈয়দ শাহরিয়ার আমিনসহ বিআইপি’র বোর্ড সদস্য পরিকল্পনাবিদ উসওয়াতুন মাহেরা খুশি, পরিকল্পনাবিদ হোসনে আরা এবং পরিকল্পনাবিদ মোঃ ফাহিম আবেদীন উপস্থিত ছিলেন।