30 Mar 2024
Private Residential Land Development Rule: Updates, Compliance and Beyond শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
বিগত ৩০ মার্চ ২০২৪ শনিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এর ‘পেশাগত দক্ষতা উন্নয়ন কর্মসূচী’র আওতায় Private Residential Land Development Rule: Updates, Compliance and Beyond শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা বিআইপি কার্যালয়ে আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালাটির উদ্বোধন করেন বিআইপি’র সহ-সভাপতি পরিকল্পনাবিদ সৈয়দ শাহরিয়ার আমিন। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এর বোর্ড সদস্য (একাডেমিক এফেয়ার্স), পরিকল্পনাবিদ উসওয়াতুন মাহেরা খুশি এর তত্ত্বাবধানে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন পরিকল্পনাবিদ মো. আসাদুজ্জামান ও পরিকল্পনবিদ মোহাম্মদ আমিনুল কাইয়ুম। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় নগর পরিকল্পনাবিদ পেশাজীবীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এর সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান প্রশিক্ষণার্থীদের হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেন। সনদ প্রদান অনুষ্ঠানে অন্যান্য বোর্ড সদস্যদের মধ্যে পরিকল্পনাবিদ হোসনে আরা, পরিকল্পনাবিদ মোঃ আবু নাইম সোহাগ ও পরিকল্পনাবিদ মোঃ ফাহিম আবেদীন উপস্থিত ছিলেন।