Announcement

03 May 2023

বাৎসরিক সাবস্ক্রিপশন ফি প্রদান ও হালনাগাদ প্রসঙ্গে

প্রিয় পরিকল্পনাবিদ,

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের ১৫তম কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাই।

ইতোমধ্যে যে সকল সম্মানিত সদস্যগণ চলতি ২০২৩ সালসহ বকেয়া বাৎসরিক সাবস্ক্রিপশন ফি হালনাগাদ করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একইসাথে অন্যান্য সকল সম্মানিত সদস্যদের বাৎসরিক সাবস্ক্রিপশন ফি প্রদান ও হালনাগাদের জন্য অনুরোধ জানাচ্ছি।

আপনারা অবগত আছেন যে, সাবস্ক্রিপশন ফি প্রদানের জন্য বিআইপি’র নিজস্ব অনলাইন পেমেন্ট গেটওয়ে চালু আছে। এজন্য বিআইপি’র সকল সম্মানিত সদস্য ওয়েবসাইটে নিজ নিজ একাউন্টে লগইন করে বকেয়া এর পরিমান জানতে পারবেন এবং যে কোন অনলাইন পেমেন্ট এর মাধ্যমে তাদের সাবস্ক্রিপশন ফি প্রদান করেতে পারবেন।

এছাড়াও সদস্যগণ সরাসরি বিআইপি কার্যালয়ে এসে অথবা বিআইপি’র অফিসিয়াল বিকাশ নম্বরে (০১৮৬২-২৬৭৬২৪) মার্চেন্ট পেমেন্ট এর মাধ্যমেও তাদের সাবস্ক্রিপশন ফি হালনাগাদ করতে পারবেন।

বিকাশ মার্চেন্ট পেমেন্ট এবং অনলাইন পেমেন্ট এর গাইডলাইন আপনাদের অবগতির জন্য এতদসঙ্গে সংযুক্তি আকারে প্রেরণ করা হলো।

এছাড়াও বকেয়া সাবস্ক্রিপশন ফি এর পরিমাণ এবং ফি প্রদান বিষয়ক যে কোন অনুসন্ধানের জন্য বিআইপি’র প্রশাসনিক ও হিসাব শাখায় (০১৮৬২-২৬৭৬২৪) অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করতে পারবেন।

ধন্যবাদসহ,


পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান
সাধারণ সম্পাদক
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)

সংযুক্তিঃ
১। বিকাশ মার্চেন্ট পেমেন্ট এর নিয়মাবলী
২। অনলাইন পেমেন্ট এর গাইডলাইন