বিগত ১৩ ডিসেম্বর এবং ১৪ ডিসেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-র ‘পেশাগত দক্ষতা উন্নয়ন কর্মসূচী’র আওতায় Professional Training on Introduction to R for Planning and Social Science শীর্ষক দুই দিনব্যাপী একটি পেশাজীবী প্রশিক্ষণ কর্মশালা বিআইপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালাটির উদ্বোধন করেন বিআইপির সহ-সভাপতি পরিকল্পনাবিদ সৈয়দ শাহরিয়ার আমিন। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-র বোর্ড সদস্য (একাডেমিক এফেয়ার্স) পরিকল্পনাবিদ উসওয়াতুন মাহেরা খুশি এর তত্ত্বাবধানে পরিকল্পনাবিদ এ কে এম রিয়াজ উদ্দিন প্রশিক্ষক হিসেবে কর্মশালাটি পরিচালনা করেন।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় নগর পরিকল্পনাবিদ এবং অন্যান্য পেশাজীবীগণ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এর সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান এবং সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান প্রশিক্ষণার্থীদের হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেন। সনদ প্রদান অনুষ্ঠানে বিআইপির বোর্ড সদস্য পরিকল্পনাবিদ তামজিদুল ইসলাম, পরিকল্পনাবিদ উসওয়াতুন মাহেরা খুশি, পরিকল্পনাবিদ মোঃ আবু নাইম সোহাগ এবং পরিকল্পনাবিদ মোঃ ফাহিম আবেদীন উপস্থিত ছিলেন।