24 Aug 2024
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এবং আবু জাফর শামসুদ্দীন ও আয়েশা আখতার খাতুন মেমোরিয়াল ট্রাস্ট এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
বিগত ২৪ আগস্ট ২০২৪ (শনিবার), বিকাল ৩:০০টায় বিআইপি কার্যালয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এবং আবু জাফর শামসুদ্দীন ও আয়েশা আখতার খাতুন মেমোরিয়াল ট্রাস্ট এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ সমঝোতা স্মারকের মাধ্যমে ট্রাস্ট এর সকল স্থাবর, অস্থাবর সম্পত্তি দেখাশোনা, রক্ষাণাবেক্ষণ ও উন্নয়নের দায়িত্ব বিআইপির উপর ন্যস্ত হয়।
বিআইপি পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান এবং ট্রাস্টের পক্ষে স্বাক্ষর করেন কবি আবু জাফর শামসুদ্দীন ও আয়েশা আখতার খাতুনের সন্তান ও ট্রাস্ট সভাপতি অধ্যাপক দারা শামসুদ্দীন।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে বিআইপির পক্ষে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান, সাবেক সভাপতি ও উপদেষ্টা পরিষদ সদস্য পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আকতার মাহমুদ, বোর্ড সদস্য পরিকল্পনাবিদ উসওয়াতুন মাহেরা খুশি, পরিকল্পনাবিদ হোসনেআরা আলো, পরিকল্পনাবিদ মোঃ আবু নাইম সোহাগ এবং পরিকল্পনাবিদ মোঃ ফাহিম আবেদীন। এছাড়াও ট্রাস্টের পক্ষে উপস্থিত ছিলেন রিজিয়া সুলতানা, সুলতানা বেগম, চমন আরা বেগম, জনাব রেজা করিম খান, রুদাবা খান, জনাব নূর-উস-শামস্, শারমিন জামান এবং জনাব মোঃ ফউজুল আজিম।