BIP News

05 May 2024

‘নারী পরিকল্পনাবিদ এবং নবীন নারী নেতৃত্ব সম্মাননা’ শীর্ষক অনুষ্ঠান আয়োজন


শিক্ষা, গবেষণা, পরিকল্পনা পেশা, উন্নয়ন ব্যবস্থাপনা ও বেসরকারি সেক্টরের বিভিন্ন ক্ষেত্রে নারী পরিকল্পনাবিদদের অবদানকে স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এর উদ্যোগে এবং ডেভেলপমেন্ট টেকনোলজি এবং আইডিয়াস লিঃ, জিএসসিএস ইন্টারন্যাশনাল লিঃ, আপন নীর ডিজাইন এন্ড কনস্ট্রাকশন, ইউনিমাস হোল্ডিংস লিঃ এবং কনকর্ড এর সহযোগিতায় বিগত ৫ মে ২০২৪ (রবিবার) তারিখে ‘নারী পরিকল্পনাবিদ এবং নবীন নারী নেতৃত্ব সম্মাননা’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিআইপি সভাপতি পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন পরিকল্পনাবিদ তামান্না বিনতে রহমান। প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি, এবং বিশেষ অতিথি ছিলেন সুইডেন দূতাবাসের মিস. নায়োকা মার্টিনেজ ব্যাকস্ট্রম ও জিআইজেড বাংলাদেশের ড. ডানা দে ল ফনটেইন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রীতম কুমার সাহা। অনুষ্ঠানে ‘নারী পরিকল্পনাবিদ সম্মাননা’ প্রদান করা হয় ৫ জন নারীকে এবং ‘নবীন নারী নেতৃত্ব সম্মাননা’ প্রদান করা হয় ১ জন নারীকে। সম্মাননা প্রাপ্তরা হলেন ড. আফসানা হক (একাডেমিয়া), ড. নীলোপাল অদ্রি (গবেষণা), মাহফুজা আক্তার (সরকারি), আঞ্জুমান আরা রহমান (বেসরকারি), ড. ফারহানা আহমেদ (উন্নয়ন ব্যবস্থাপনা), এবং সুমাইয়া নাজ (নবীন নারী নেতৃত্ব)।

অনুষ্ঠানের শেষে বিআইপি সভাপতি ড. আদিল মুহাম্মদ খান কর্মক্ষেত্রে নারী পরিকল্পনাবিদদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআইপি’র সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান, প্রতিষ্ঠাতা সভাপতি পরিকল্পনাবিদ ড. গোলাম রহমান, সহ-সভাপতি পরিকল্পনাবিদ সৈয়দ শাহরিয়ার আমিন, পরিকল্পনাবিদ অধ্যাপক ড. মো. শফিক-উর রহমান, এবং অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন বিআইপি’র বোর্ড সদস্য পরিকল্পনাবিদ তামান্না বিনতে রহমান, পরিকল্পনাবিদ উসওয়াতুন মাহেরা খুশি, পরিকল্পনাবিদ হোসনে আরা, এবং পরিকল্পনাবিদ মোঃ ফাহিম আবেদীন।