04 May 2024
‘ঢাকায় তাপদাহঃ নগর পরিকল্পনা ও উন্নয়ন ব্যবস্থাপনার দায় ও করণীয়’ শীর্ষক বিআইপি’র পরিকল্পনা সংলাপ
বিগত ৪ মে ২০২৪ (শনিবার) সকাল ১১:০০ টায় রাজধানীর বাংলামটরে অবস্থিত প্ল্যানার্স টাওয়ারের বিআইপি কনফারেন্স হলরুমে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)’র উদ্যোগে ‘ঢাকায় তাপদাহঃ নগর পরিকল্পনা ও উন্নয়ন ব্যবস্থাপনার দায় ও করণীয়’ শীর্ষক পরিকল্পনা সংলাপ অনুষ্ঠিত হয়। বিআইপি’র সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান এর সঞ্চালনায় পরিকল্পনা সংলাপে সভাপতিত্ব করেন বিআইপি’র সভাপতি অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান।
পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান ঢাকা মহানগরীর তাপমাত্রা নিয়ন্ত্রণে বিআইপি’র পক্ষ থেকে প্রস্তাবনা উপস্থাপন করেন, যার মধ্যে ছিল বিদ্যমান সবুজ ও জলাশয় সংরক্ষণ, সবুজায়ন মহাপরিকল্পনা প্রণয়ন, খাল-বিল-জলাশয় পুনরুদ্ধার, এবং পরিবেশ আইন কার্যকর বাস্তবায়ন। এছাড়া তিনি সবুজ বেষ্টনী প্রকল্প গ্রহণ, সড়কের ধারে বৃক্ষরোপণ, জলাশয় রক্ষা, এবং আবাসিক এলাকায় সবুজায়ন বৃদ্ধির উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। সংলাপে অন্যান্য প্রস্তাবনার মধ্যে ছিল বেসরকারি আবাসিক প্রকল্পের বিধিমালা সংশোধন, প্রতিটি ওয়ার্ডে মাস্টার প্ল্যান প্রণয়ন, এবং ময়লার ভাগাড়, ইটভাটা, যানবাহন ও শিল্পকারখানার ধোঁয়া নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ।
বিআইপি’র সাধারণ সম্পাদক মেহেদী আহসান বলেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে ঢাকার তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রি বৃদ্ধি পেয়েছে, যা মূলত প্রাকৃতিক সম্পদের অপব্যবহার ও নগরায়নের ধ্বংসযোগ্য কার্যকলাপের ফলাফল। তিনি ডেল্টা প্ল্যান ও National Adaptation Plan 2022 এর সুপারিশ বাস্তবায়নের উপর জোর দেন এবং রাজউকের মাস্টার প্ল্যান অনুসরণের পরামর্শ দেন। বিআইপি’র ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল লিঁয়াজো পরিকল্পনাবিদ মোঃ আবু নাইম সোহাগ বলেন, অপরিকল্পিত নগরায়নের ফলে ঢাকার তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং রাতের আঁধারে খিলগাঁও শহরে জলাভূমি ভরাট করা হচ্ছে।
বিআইপি’র বোর্ড সদস্য পরিকল্পনাবিদ হোসনেআরা নগরের সবুজ এলাকা হ্রাস ও তাপমাত্রা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ঢাকার তাপদাহ নিয়ন্ত্রণে আরবান হিট মিটিগেশন ও ম্যানেজমেন্ট কৌশল গ্রহণের পরামর্শ দেন। পরিকল্পনাবিদ মোঃ রেদওয়ানুর রহমান বলেন, ঢাকায় এসি ব্যবহারকারী পাঁচ থেকে দশ শতাংশ জনগণ তাপমাত্রা পরিবর্তনের অন্যতম কারণ। এ কারণে সরকারের উচিত এসি ব্যবহার নিয়ন্ত্রণের জন্য নীতিমালা প্রণয়ন করা। পরিকল্পনা সংলাপে এ সময় বিআইপি’র বোর্ড সদস্য পরিকল্পনাবিদ মোঃ ফাহিম আবেদীন উপস্থিত ছিলেন।