
বিগত ২৬ এবং ২৭ এপ্রিল ২০২৪ তারিখে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)’র ‘পেশাগত দক্ষতা উন্নয়ন কর্মসূচী’র আওতায় Preparation of Development Project Proposal (DPP) শীর্ষক দুই দিনব্যাপী একটি পেশাজীবী প্রশিক্ষণ কর্মশালা বিআইপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালাটির উদ্বোধন করেন বিআইপি’র সহ-সভাপতি পরিকল্পনাবিদ সৈয়দ শাহরিয়ার আমিন। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)’র বোর্ড সদস্য (একাডেমিক এফেয়ার্স) পরিকল্পনাবিদ উসওয়াতুন মাহেরা খুশি এর তত্ত্বাবধানে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগ (সড়ক পরিবহণ উইং) এর উপপ্রধান পরিকল্পনাবিদ মীর আহমেদ তারিকুল ওমর। এছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌ. মোঃ হামিদুল হক, প্রকৌ. তৌফিক কিবরিয়া এবং প্রকৌ. এ. কে. এম. মোস্তফা মোর্শেদ প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় নগর পরিকল্পনাবিদ এবং প্রকৌশলী পেশাজীবীগণ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এর সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান এবং সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান প্রশিক্ষণার্থীদের হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেন। সনদ প্রদান অনুষ্ঠানে অন্যান্য বোর্ড সদস্যদের মধ্যে পরিকল্পনাবিদ হোসনে আরা, পরিকল্পনাবিদ উসওয়াতুন মাহেরা খুশি, পরিকল্পনাবিদ মোঃ আবু নাইম সোহাগ ও পরিকল্পনাবিদ মোঃ ফাহিম আবেদীন উপস্থিত ছিলেন।