Announcement

30 Sep 2017

প্ল্যানার্স ফুটবল ফেস্টিভ্যাল-২০১৭

প্রিয় পরিকল্পনাবিদ,

বাংলাদেশ ইনস্টিউট অব প্ল্যানার্স এর পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা রইল।

অত্যন্দ আনন্দের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ ইনস্টিউট অব প্ল্যানার্স (বি.আই.পি.) প্ল্যানার্স ফুটবল ফেস্টিভ্যাল-২০১৭ আয়োজন করতে যাচ্ছে। উক্ত প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর প্ল্যানার্স অ্যালামনাই সংগঠন এবং ‘খ’ গ্রুপে খুলনা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর প্ল্যানার্স অ্যালামনাই সংগঠন খেলায় অংশ নেবে। প্ল্যানার্স ফুটবল ফেস্টিভ্যাল এর গ্রুপ পর্বের খেলাগুলো আগামী ১৩ই অক্টোবর (শুক্রবার) এবং সেমিফাইনাল ও ফাইনাল খেলা ২০শে অক্টোবর (শুক্রবার) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে।

এতদপ্রেক্ষিতে, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্ল্যানার্স অ্যালামনাইকে ফুটবল উৎসবে অংশগ্রহণে আগ্রহী খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা আগামী ৮ই অক্টোবরের মধ্যে বি.আই.পি-তে প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে। ফুটবল উৎসবে অংশগ্রহণ করতে আগ্রহী পরিকল্পবাবিদদেরকে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্ল্যানার্স অ্যালামনাই সংগঠনের সাথে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করছি। বছরের শুরুতে অনুষ্ঠিত প্ল্যানার্স ক্রিকেট ফেস্টিভ্যাল এর মত প্ল্যানার্স ফুটবল ফেস্টিভ্যাল-২০১৭ বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে অনুষ্ঠিত হবে এবং পরিকল্পবাবিদদের মিলনমেলায় পরিণত হবে বলে আমরা প্রত্যাশা করি।

ধন্যবাদসহ-

পরিকল্পনাবিদ ডঃ আদিল মুহাম্মদ খান
আহবায়ক, প্ল্যানার্স ফুটবল ফেস্টিভ্যাল-২০১৭
এবং যুগ্ম সম্পাদক, বাংলাদেশ ইনস্টিউট অব প্ল্যানার্স।

পরিকল্পনাবিদ অধ্যাপক ডঃ আকতার মাহমুদ
সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইনস্টিউট অব প্ল্যানার্স।

পরিকল্পনাবিদ তৌফিকুল আলম
সদস্য, প্ল্যানার্স ফুটবল ফেস্টিভ্যাল-২০১৭
এবং বোর্ড মেম্বার (মেম্বারশীপ এফেয়ার্স), বাংলাদেশ ইনস্টিউট অব প্ল্যানার্স।