Announcement

19 Jan 2023

বার্ষিক সাধারণ সভা ২০২২ এর নোটিশ

প্রিয় পরিকল্পনাবিদ,

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-র ১৫তম কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাই।

আপনারা অবগত আছেন যে, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-র ২০২২ সালের বার্ষিক সাধারণ সভা আগামী ২৭ জানুয়ারি ২০২৩, শুক্রবার, সকাল ৯:০০ টায় অনুষ্ঠিত হবে। এবারের বার্ষিক সাধারণ সভায় নিয়মিত আলোচ্যসূচীর পাশাপাশি বিআইপি’র ভবিষ্যৎ কাঠামো ও নীতিনির্ধারণ সংক্রান্ত বেশকিছু বিষয় উত্থাপন করা হবে, যেখানে বিআইপি’র সম্মানিত সদস্যদের সুচিন্তিত ও নির্দিষ্ট মতামত এবং সম্মতি প্রয়োজন।

এমতাবস্থায়, সদ্যসদের উপস্থিতি বিবেচনায় আয়োজনের সুবিধার্থে এবারের বার্ষিক সাধারণ সভা ব্র্যাক সেন্টার ইন, ৭৫ মহাখালী, ঢাকায় অনুষ্ঠিত হবে।

বার্ষিক সাধারণ সভায় আপনার উজ্জ্বল উপস্থিতি এবং গুরুত্বপূর্ণ পরামর্শ বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-র কর্মপরিকল্পনা বাস্তবায়ন এবং ভবিষ্যত নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

বিআইপি’র বার্ষিক সাধারণ সভায় সাদর আমন্ত্রণ জানাচ্ছি।

ধন্যবাদসহ,


পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান
সাধারণ সম্পাদক
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বি.আই.পি.)
মোবাইলঃ ০১৭২০-০৭৯৯০৮

বার্ষিক সাধারণ সভার আলোচ্য বিষয় ও সমূয়সূচীঃ

 
সকাল ৯:০০ টা থেকে ৯:১০ টা : রেজিস্ট্রেশন এবং আসন গ্রহণ
সকাল ৯:১০ টা থেকে ৯:১৫ টা
 
: সভাপতি কর্তৃক বার্ষিক সাধারণ সভার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা
(পরিকল্পনাবিদ ফজলে রেজা সুমন)
সকাল ৯:১৫ টা থেকে ৯:৩০ টা
 
: উপদেষ্টা পরিষদের আহ্বায়কের প্রতিবেদন উপস্থাপন
(পরিকল্পনাবিদ অধ্যাপক . আকতার মাহমুদ)
সকাল ৯:৩০ টা থেকে ১০:৩০ টা
 
: ইনস্টিটিউটের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন
(পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান)
সকাল ১০:৩০ টা থেকে ১১:০০ টা : চা বিরতি
সকাল ১১:০০ টা থেকে ১১:১৫ টা
 
: ইনস্টিটিউটের আয়-ব্যয়ের বার্ষিক অডিট প্রতিবেদন উপস্থাপন
(পরিকল্পনাবিদ . মুঃ মোসলেহ উদ্দীন হাসান)
সকাল ১১:১৫ টা থেকে ১২:৩০ টা : বিআইপি সংবিধানের চূড়ান্ত সংশোধনী উপস্থাপন এবং অনুমোদন
দুপুর ১২:৩০ টা থেকে ১:০০ টা : বিসিএস ক্যাডার সার্ভিস এর পূর্ণাঙ্গ প্রস্তাবনা উপস্থাপন
দুপুর ১:০০ টা থেকে ২:৩০ টা : নামায ও মধ্যাহ্নভোজের বিরতি
দুপুর ২:৩০ টা থেকে ২:৫০ টা : Spatial Planning Framework এর খসড়া প্রতিবেদন উপস্থাপন
দুপুর ২:৫০ টা থেকে ৩:১০ টা : Accreditation Manual এর চূড়ান্ত খসড়া উপস্থাপন
বিকাল ৩:১০ টা থেকে ৩.৫০ টা : উন্মুক্ত আলোচনা
বিকাল ৩:৫০ টা থেকে ৪.০০ টা : সভাপতির সমাপনী বক্তব্য
(পরিকল্পনাবিদ ফজলে রেজা সুমন)