11 Mar 2022
নারী পরিকল্পনাবিদ সম্মাননা, আন্তর্জাতিক নারী দিবস ২০২২
আন্তর্জাতিক নারী দিবস ২০২২
নগর ব্যবস্থাপনায় নারী নেতৃত্ব
নারী পরিকল্পনাবিদ সম্মাননা
অত্যন্ত আনন্দের সাথে সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উপলক্ষে আয়োজিত “নারী পরিকল্পনাবিদ সম্মাননা” এবং “নবীণ নারী পরিকল্পনাবিদ সম্মাননা” এর বিভিন্ন ক্যাটাগরীতে চূড়ান্তভাবে মনোনীত নারী পরিকল্পনাবিদদের নাম সম্মাননার প্রার্থী চূড়ান্তকরণ কমিটির নিকট থেকে আমাদের হাতে এসেছে।
এমতাবস্থায়, আনুষ্ঠানিকভাবে “নারী পরিকল্পনাবিদ সম্মাননা” এবং “নবীণ নারী পরিকল্পনাবিদ সম্মাননা” এর বিভিন্ন ক্যাটাগরীতে চূড়ান্তভাবে মনোনীত নারী পরিকল্পনাবিদদের তালিকা সকলের অবগিতর জন্য নিম্নে প্রদান করা হলোঃ
নারী পরিকল্পনাবিদ সম্মাননা
- পরিকল্পনাবিদ-স্থপতি অধ্যাপক ড. রোকসানা হাফিজ (একাডেমিয়া)
- পরিকল্পনাবিদ আফসানা এম কামাল (কর্পোরেট এন্ড আন্ট্রাপ্রেনর)
- পরিকল্পনাবিদ ড. শিল্পি রায় (রিসার্চ)
- পরিকল্পনাবিদ জান্নাতুল ফেরদৌস আরা (প্লানিং প্রাকটিস, গভর্নমেন্ট)
- পরিকল্পনাবিদ বিবি খাদিজা (প্লানিং প্রাকটিস, প্রাইভেট)
- পরিকল্পনাবিদ মাহফুজা সুলতানা (ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট)
নবীণ নারী পরিকল্পনাবিদ সম্মাননা
- পরিকল্পনাবিদ নওশীন তাবাসসুম
- পরিকল্পনাবিদ জাকিয়া আক্তার
- পরিকল্পনাবিদ সুতপা তাসনিম
- পরিকল্পনাবিদ সুমিতা রায়
- পরিকল্পনাবিদ সানজানা সুমাইয়া হোসেন