Announcement

23 Feb 2021

বাৎসরিক সাবস্ক্রিপশন ফি প্রদান ও হালনাগাদ প্রসঙ্গে

প্রিয় পরিকল্পনাবিদ,

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের ১৪তম কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাই।

চলতি ২০২১ সালসহ বকেয়া বাৎসরিক সাবস্ক্রিপশন ফি প্রদান ও হালনাগাদের জন্য আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি।

আপনারা জেনে আনন্দিত হবেন যে, সাবস্ক্রিপশন ফি প্রদানের জন্য বি.আই.পি.-র পক্ষ থেকে ইতিমধ্যে অনলাইন পেমেন্ট গেটওয়ে চালু করা হয়েছে। এখন থেকে বি.আই.পি.-র সকল সম্মানিত সদস্য ওয়েবসাইটে নিজ নিজ একাউন্টে লগইন করে বকেয়া এর পরিমান জানতে পারবেন এবং যে কোন অনলাইন পেমেন্ট এর মাধ্যমে তাদের সাবস্ক্রিপশন ফি প্রদান করেতে পারবেন।

এছাড়াও সদস্যগণ সরাসরি বি.আই.পি. কার্যালয়ে এসে অথবা বি.আই.পি.-র অফিসিয়াল বিকাশ নম্বরে (০১৮৬২-২৬৭৬২৪) মার্চেন্ট পেমেন্টের মাধ্যমেও তাদের সাবস্ক্রিপশন ফি হালনাগাদ করতে পারবেন।

বিকাশ মার্চেন্ট পেমেন্ট এবং অনলাইন পেমেন্ট এর গাইডলাইন আপনাদের অবগতির জন্য এতদসঙ্গে সংযুক্তি আকারে প্রেরণ করা হলো।

সাবস্ক্রিপশন হালনাগাদ ও প্রদান বিষয়ক যে কোন অনুসন্ধানের জন্য বি.আই.পি.-র প্রশাসনিক কর্মকর্তা জনাব তন্ময় কুমার সরকার (০১৮৬২-২৬৭৬২৪) এর সাথে অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করতে পারবেন।

ধন্যবাদসহ,

পরিকল্পনাবিদ তৌফিকুল আলম
কোষাধ্যক্ষ
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বি.আই.পি.)

বিকাশ পেমেন্ট

অনলাইন পেমেন্ট