Announcement

05 Apr 2020

করোনা পরিস্থিতি মোকাবেলায় অনুদান প্রসঙ্গে

আপনারা সকলেই অবগত আছেন যে, বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও করোনা ভাইরাস (COVID-19) এর সংক্রমণ হয়েছে। দেশের সর্বস্তরের জনসাধারণকে এই ভয়াবহ ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করার জন্য গত ২৬ মার্চ ২০২০ তারিখ থেকে সাধারণ ছুটি ঘোষণাসহ ব্যবসা-প্রতিষ্ঠান, দোকান-পাট এবং গণপরিবহণ বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশের এই বিদ্যমান পরিস্থিতিতে নিম্ন আয়ের জনগোষ্ঠী বিশেষত দিনমজুর, রিক্সা-ভ্যান চালকসহ গৃহহীন, সহায়-সম্বলহীন মানুষগুলো অর্থ এবং খাদ্যের অভাবে মানবেতর জীবন যাপন করছে।

এমতাবস্থায় আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব হিসেবে ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের এই মানুষগুলোর সংকটকালীন সময়ে পাশে দাঁড়িয়ে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করতে চায় বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স।

বিষয়টির গুরুত্ব বিবেচনায়, অসহায় এই প্রান্তিক মানুষগুলোর পাশে দাঁড়াতে আগ্রহী পরিকল্পনাবিদগণ আগামী ১৩ এপ্রিল ২০২০ তারিখের মধ্যে তাদের অনুদান নিম্নে উল্লেখিত মাধ্যমসমূহে বিআইপি’তে অনুদান পাঠাতে পারেন।

সোনালী ব্যাংকঃ
হিসাবের নামঃ বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স
হিসাব নংঃ ৪৪০৪০৩৪০১০২২৪
রাউটিং নংঃ ২০০২৭০৫২২
সোনালী ব্যংক, বুয়েট শাখা, ঢাকা।

ডাচ্-বাংলা ব্যাংকঃ
হিসাবের নামঃ বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স
হিসাব নংঃ ১৬৪.১১০.৬৯০৪
ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, মিরপুর সার্কল ১০ শাখা, ঢাকা।

বিকাশ মার্চেন্ট নম্বরঃ +৮৮০ ১৮৬২ ২৬৭৬২৪
(পেমেন্ট অপশন এর মাধ্যমে এবং রেফারেন্স এর ক্ষেত্রে 'Donation' কথাটি উল্লেখ করবেন)

এছাড়া নিচের লিঙ্কে প্রবেশ করে অনলাইন পেমেন্ট এর মাধ্যমেও অনুদান প্রদান করতে পারবেন।

অনলাইন পেমেন্ট

অনুদান প্রাপ্তির হিসাব সংরক্ষণের সুবিধার্থে সম্মানিত সদস্যগণকে অনুদান প্রদানের পর নিম্নে সংযুক্ত ফর্মটি পূরণ করে আমাদের সহায়তা করার জন্য একান্ত অনুরোধ জানাচ্ছি।

করোনা পরিস্থিতি মোকাবেলায় অনুদান সংক্রান্ত তথ্যের ফর্ম

আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ।

শুভ কামনাসহ,

পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান
সাধারণ সম্পাদক
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বি.আই.পি.)