Announcement

12 Jan 2020

মেম্বারশীপ ডাটাবেজ হালানাগাদকরণ প্রসঙ্গে

প্রিয় পরিকল্পনাবিদ,

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বি.আই.পি.)-র ১৪তম কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা রইল!

আপনারা সকলেই অবগত আছেন যে, অনলাইনে বি.আই.পি.’র সম্মানিত সদস্যদের নিজস্ব ডাটাবেজ বিদ্যমান, যেখানে সদস্যগণ বি.আই.পি.’র ওয়েবসাইটে গিয়ে নিজ নিজ প্রোফাইলে বি.আই.পি.’র মেম্বারশিপ আইডি (BIP… ) এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ-ইন করে তাদের একাডেমিক, পেশাগত ও প্রকাশনা প্রভৃতি তথ্য সংরক্ষণ ও হালনাগাদ করতে পারে।

বর্তমান অনলাইন ডাটাবেজ হালনাগাদকরন এবং পরিকল্পনাবিদদের নতুন ডিরেক্টরি প্রকাশের লক্ষ্যে সকল সদস্যদের বি.আই.পি.’র ওয়েবসাইটে গিয়ে নিজ নিজ প্রোফাইল হালনাগাদ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

এক্ষেত্রে http://www.bip.org.bd/site/login এই লিংকে ঢুকে অথবা বি.আই.পি.’র ওয়েবসাইটে গিয়ে মেম্বারশিপ ট্যাবে ক্লিক করে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে হালনাগাদ করতে পারবেন।

প্রোফাইলে লগ-ইন করে ছবি, General info, Academic info, Professional info এবং Publication Info গুলো হালনাগাদ করতে হবে।

আইডি এবং পাসওয়ার্ড সংক্রান্ত যে কোন তথ্য জানতে বি.আই.পি.’র অফিস চলাকালীন সময়ে (সকাল ১০.০০- বিকাল ৬.০০ ঘটিকা) জনাব তন্ময় কুমার সরকার (০১৮৬২-২৬৭৬২৪) এর সাথে যোগাযোগের অনুরোধ জানানো যাচ্ছে।

হালনাগাদ এর সময়সীমাঃ ১৫ই জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি,২০২০।

ধন্যবাদসহ,

পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান
সাধারণ সম্পাদক
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বি.আই.পি.)

এবং

পরিকল্পনাবিদ কাজী সালমান হোসেন
বোর্ড সদস্য (মেম্বারশীপ এফেয়ার্স)
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বি.আই.পি.)