Announcement

04 Feb 2018

বি.আই.পি.'র নৌবিহার -২০১৮ তে আমন্ত্রণ

প্রিয় পরিকল্পনাবিদ,

বাংলাদেশ ইনস্টিউট অব প্ল্যানার্স (বি.আই.পি.) এর পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা রইল।

অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ইনস্টিউট অব প্ল্যানার্স আগামী ১৬’ই ফেব্রুয়ারী (শুক্রবার) নৌবিহারের আয়োজন করেছে, যার যাত্রাপথ হচ্ছেঃ সদরঘাট (ঢাকা) – মোহনপুর (চাঁদপুর) - সদরঘাট (ঢাকা) । বি.আই.পি.’র নৌবিহারে যোগদানের জন্য আপনি ও আপনার পরিবারের সকলকে বি.আই.পি.’র পক্ষ থেকে সাদর আমন্ত্রণ রইল।

আমরা প্রত্যাশা করছি, বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের পরিকল্পনাবিদগণ ও তাদের পরিবারের সদস্যেরা এই নৌবিহারে অংশ নিবেন এবং আমরা সকলে মিলে নদীতীরের শ্যামল বাংলার রূপ-শোভা উপভোগ করব।

নৌবিহারে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের তথ্যাদি নিম্নে দেয়া হল।

ধন্যবাদসহ,
পরিকল্পনাবিদ ডঃ আদিল মুহাম্মদ খান
সাধারণ সম্পাদক
বাংলাদেশ ইনস্টিউট অব প্ল্যানার্স (বি.আই.পি.)

বি.আই.পি. নৌবিহার- ২০১৮:
রেজিস্ট্রেশন ফিঃ

ফেলোঃ ১০০০ টাকা।
মেম্বারঃ ৮০০ টাকা।
সহযোগী সদস্যঃ ৫০০ টাকা।
পরিবারের সদস্য/ অতিথিঃ ৫০০ টাকা।
শিশু (৩ -১২) বয়সঃ ৩০০ টাকা।


রেজিস্ট্রেশনের সময়সীমাঃ ১২ই ফেব্রুয়ারী (রবিবার), ২০১৮

রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগঃ
তন্ময় কুমার সরকার
প্রশাসনিক কর্মকর্তা
ফোনঃ ০১৮৬২-২৬৭৬২৪
ই-মেইলঃ bipinfo@bip.org.bd; bip.secretariat@gmail.com

কাজী রাকিব উদ্দীন আহমেদ
জুনিয়র প্রশাসনিক কর্মকর্তা
ফোনঃ ০১৯১৩-০৯০৮৯১

রেজিস্ট্রেশনের অর্থ প্রদানের নিয়মঃ
সরাসরি বি.আই.পি.’তে অথবা বিকাশ নাম্বারে (০১৮৬২-২৬৭৬২৪) সার্ভিস চার্জসহ প্রেরণ করা যাবে।