02 Aug 2025
পৌরসভার ইমারত/স্থাপনার নকশা অনুমোদন কমিটিতে বিআইপি মনোনীত প্রতিনিধিদের হালনাগাদকৃত তালিকা অবহিতকরণ প্রসঙ্গে
প্রিয় পরিকল্পনাবিদ
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-র পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাই।
আপনারা সকলেই অবগত আছেন যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উন্নয়ন কর্তৃপক্ষের আওতা বহির্ভূত পৌরসভার অধিক্ষেত্রাধীন এলাকায় ইমারত/স্থাপনার নকশা অনুমোদন এবং ভবনের গুণগতমান নিশ্চিতকরণের নিমিত্তে প্রস্তাবিত কমিটিতে বিগত ২০১৭ সাল থেকে প্রতিনিধি মনোনয়ন ও পরিবর্তনের কাজ চলমান আছে।
এরই ধারাবাহিকতায়, দেশের সকল পৌরসভার ইমারত/স্থাপনার নকশা অনুমোদন এবং ভবনের গুণগতমান নিশ্চিতকরণের নিমিত্তে কমিটিতে বিআইপি মনোনীত প্রতিনিধিদের হালনাগাদকৃত তালিকা এতদসঙ্গে সকলের অবগতির জন্য সংযুক্ত করা হলো।
ধন্যবাদসহ,
পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান
সাধারণ সম্পাদক
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)
সংযুক্তিঃ
১। প্রতিনিধিদের হালনাগাদকৃত তালিকা।